গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি //
সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাড়ির পাশে নিজেদের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত ছাত্র হলেন- গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামিল আহমদ নাবিল (১৪)। সে আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
জানা গেছে, পরিবারকে সহায়তা করতে অন্যান্যদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে ধানক্ষেতে কাজ করছিলো নাবিল। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সে বজ্রপাতের কবলে পড়ে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.