মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৩১)-কে আটক করেছে বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশন পুলিশ। আটক ছাত্রলীগ নেতা আজাদের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সূত্র জানতে পেরেছি সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে।
বেনাপোল চেকপোষ্টের ওসি জানান, তার বিরুদ্ধে ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.