• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২, আহত ৬

admin
প্রকাশিত ২৪ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২২:৩২:০০
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২, আহত ৬

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি //


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা ও গ্যাস চালিত অটোরিকশা সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু সহ দুইজন নিহত ও আরও ৬ যাত্রী আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে৷

নিহতরা হলেন- দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।

আহতরা হলেন, দিরাই উপজেলার ভাঙাডর গ্রামের সারত দাসের ছেলে জ্যোতিষ দাস (২৬), সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান মিয়া (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আবদুল হাসিমের মেয়ে সুফিয়া বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার বোগলাখারা গ্রামের নুর ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের দিকে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী গ্যাসচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৭ জন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে এক শিশু মারা যান৷ অন্যান্যরা চিকিৎসাধীন আছেন৷

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামত জানান।