মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ সোহেল রহমান।
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস এর সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সেফ দ্যা ফিউছার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক দোলা মিয়া, সদস্য মো. শরিফ মিয়া ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের সড়কে নিরাপত্তা, ট্রাফিক আইন, নিরাপদে সড়ক ব্যবহারের নিয়মসহ বিভিন্ন ধারণা দেন প্রধান অতিথি।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.