• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

সংবিধানের ফাঁক দিয়ে যেনো কোন ফ্যাসিষ্ট ক্ষমতায় না আসতে পারে: রিজভী

admin
প্রকাশিত ২৪ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২২:২০:২৫
সংবিধানের ফাঁক দিয়ে যেনো কোন ফ্যাসিষ্ট ক্ষমতায় না আসতে পারে: রিজভী

স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে মব কালচারের নামে মানুষের মাঝে যে আতংক তৈরি হয়েছে এটি কোন ভাবেই কাম্য নহে। প্রতিদিন বিভৎস হত্যাকান্ড হচ্ছে। এই অন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষ এটি কখনো প্রত্যাশা করেনা।

তিনি আরও বলেন, সংবিধানে আইন করে যে বিধানই করেন, কিন্তু কোন ফাঁক দিয়ে যেনো ফ্যাসিষ্ট ক্ষমতায় না আসতে পারে। সে লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ১ কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ লক্ষে বিএনপি দেশ ব্যাপি কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।
বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। প্রাথমিক সদস্য সংগ্রহের সময় যাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, বরং শাস্তি দেয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার টিম প্রধান ও সদস্য জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনসহ অন্যান্যরা।

এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।

মতামত জানান।