স্টাফ রির্পোটার, সিলেট //
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলন শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সিলেট মহানগরের সভাপতিত্বে হিমেল তালুকদার রাবেল এর সভাপতি এবং ছাত্র ঐক্য জেলার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাস, পূজা পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন সমর কুমার দাস, শৈলেন কর, জি ডি রুমু, অরুণ কুমার বিশ্বাস, অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, উত্তম ঘোষ, ভৈরব চন্দ্র নাথ, হারাধন দে প্রবাস, সঞ্জয় পাল, অপরেশ দাস অপু, রকি দেব, বিজয় ভূষণ ধর, রজত কান্তি চক্রবর্তী, শ্রীজীব দাস, মুগ্ধ দাস, পার্থিব বৈদ্য, জীবন রায় চৌধুরী, বিশাল পাল, অর্ক কপালী, হৃদী কপালী, প্রিয়ন্তি দাস ঋতু, হৃত্তীকা কপালী, সুমিতা দাস, রাজ তালুকদার প্রমুখ।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.