
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি //
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় টিকটক ভিডিও নিয়ে বির্তকে জড়িয়ে এক যুবক খুন হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চনুয়াখাই (লতিফ নগর) গ্রামে সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে।
নিহত যুবক হলেন-একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া (২৬)। তবে ঘটনার সঙ্গে জড়িত প্রধান ঘাতককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
জানা গেছে, একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) বিভিন্ন সময়ে টিকটক ভিডিও তৈরি করতেন। এনিয়ে রুবেলের সঙ্গে তার মতবাদ সৃষ্টি হয়। একপর্যায় শুক্রবার সকালে তারা উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রুবেল ও তার চাচাত ভাই সুলতান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন। তার অপর চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা । তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি তুরাব উল্লার ছেলে মনিরকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত জানান।