ফেনী প্রতিনিধি //
ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের লাশ ভারতের বিলনিয়া হাসপাতালে রয়েছে। নিহতরা হলেন লিটন (৩২) ও মো. মিল্লাত হোসেন (২১)। অন্যদিকে গুলিবিদ্ধ মো. আফছার (৩০) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লিটন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে। আর মিল্লাত একই এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার তাদের প্রতিবেশী মৃত এয়ার আহম্মদের ছেলে।
রাতের এ ঘটনার বিষয়ে প্রথমে একজনের মৃত্যুর কথা জানা গেলেও পরে জানা যায় ওই ঘটনায় আরও এক বাংলাদেশির ভারতের বিলনিয়ায় মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের তারকাঁটা বাউন্ডারির কাছে যান লিটন, মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত ও আফছারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসপদুয়ার সীমান্ত থেকে বিএসএফ বিভিন্ন চোরাচালান উদ্ধার করেছে। এসব কর্মকাণ্ডে দুই দেশের লোকজন জড়িত। বিএসএফের গুলির ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সীমান্তে কোনোভাবেই গুলির ঘটনা কাম্য নয়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দুজন গুলিবিদ্ধ : চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিজিবি একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪ সাব পিলার ৫ এর ১এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই যুবক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) এবং একই ইউনিয়নের তারাপুর মন্ডলপাড়া গ্রামের সুলতানের ছেলে সুমন (২৮)।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কয়েকজনের একটি দল সীমান্ত এলাকায় গেলে ভারতীয় ৭১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় সেলিম ও সুমন। এ সময় সঙ্গে থাকা অপর সঙ্গীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। সারা দিন গোপন স্থানে রাখার পর বিকালে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে শুধু সেলিমের আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি। গুলিবিদ্ধ হয়ে তারা কোথায় চিকিৎসা নিচ্ছে তা জানি না।
৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু দুপুরে হোয়াটসঅ্যাপে এক প্রেস নোটের মাধ্যমে জানান, এ বিষয়ে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তারা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানিয়েছে। তিনি জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি এবং বিষয়টি তারা এড়িয়ে গেছেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.