সিলেট প্রতিনিধি //
জাতীয় নাগরিক পার্টির- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগস্টে ঢাকার শহিদ মিনারে আমরা জড়ো হবো। জুলাই সনদ এবং নতুন বাংলাদেশের নতুন সংবিধান আমরা আদায় করবো ইনশাল্লাহ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট মহানগরীতে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সিলেটবাসী জুলাই আন্দোলনে যে অবদান রেখেছেন গোটা দেশকে তা অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, সাংবাদিক এটিএম তুরাবসহ সিলেট জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ১৭জন শহিদ হয়েছেন। আমরা তাদের কথা ভুলিনি। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।
এনসিপির পদযাত্রায় সিলেটবাসীর সমর্থন প্রসঙ্গে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ মাদ্রাসর শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণীত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাই আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভীড়। আপনারা দেখিয়ে দিয়েছেন আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ।
সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত পথসভা পরিচালনা করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক সারজিস আলম।
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী. দক্ষিনাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের মূখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.