স্টাফ রির্পোটার //
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস)- এর সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বিতীয় অনুষ্ঠান গতকাল শুক্রবার শহরের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক এল প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মণিপুরী সাহিত্য অনেক পুরনো। প্রাচীনকাল থেকেই মণিপুরীরা সাহিত্য চর্চা করে আসছেন। এখন সময় এসেছে মণিপুরী ভাষা নিয়ে গবেষণার। মণিপুরী সাহিত্য অনুবাদ করে সাহিত্য নিয়েও গবেষণার প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, ঢাকাবাসী মণিপুরী সংগঠনের সভাপতি কোংখাম নীলমণি সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সভাপতি এল. বীরমঙ্গল সিংহ এবং মণিপুরী লিটারারি সোসাইটি আসামের সভাপতি এল. মঙলেম্বা সিংহ।
সভায় বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা সকল সভাপতি, সাধারণ সম্পাদকদের ক্রেস্ট, উত্তরীয়, উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্ত সভাপতি -সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন বামসাসের প্রাণপুরুষ গবেষক, বাংলা একাডেমির ফেলো, কবি এ কে শেরাম, নাট্যব্যক্তিত্ব এম উত্তম সিংহ রতন, কবি শেরাম নিরঞ্জন, এল. রুমিতা সিনহা। উল্লেখ্য সুবর্ণজয়ন্তীর প্রথম অনুষ্ঠানে বামসাসের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে কবি রওশন আরা বাশি খুৎহৈবম এর সভাপতিত্বে এবং কবি অহৈবম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরচিত কবিতা পাঠের পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত কবি এল. মিনা দেবী। স্বরচিত কবিতা পাঠে বাংলা ও মণিপুরী ভাষার প্রায় অর্ধশত কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
পরে কেএইচ সমেন্দ্র সিংহের সঞ্চালনায় সুবর্ণজয়ন্তী উদযাপনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বামসাসের শিশু শিল্পীদের পরিবেশনায় কোরাস সংগীত এবং বামসাস কমলগঞ্জ শাখার পরিবেশনায় মনোজ্ঞ মণিপুরী নৃত্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন নীহার রঞ্জন শর্মা। প্রেস-সংবাদ।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.