ক্রীড়া প্রতিবেদক //
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে লড়বে আট দল। শ্রীলঙ্কা ও স্বাগতিক আরব আমিরাত ছাড়া বাকি ছয়টি দল জানিয়েছে স্কোয়াড।
কুড়ি কুড়ির আসরটিতে কাদের নিয়ে যাবেন, তা জানিয়েছে বাংলাদেশও। এক নজরে দেখে নেয়া যাক সব দলের স্কোয়াড।
বাংলাদেশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
ভারত
সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, আক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্শিত রানা ও রিঙ্কু সিং।
পাকিস্তান
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আফগানিস্তান
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুল, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, আল্লাহ গজনফর, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।
ওমান
জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কলিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ ও সময় শ্রীবাস্তব।
হংকং
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, কালহান মার্ক চাল্লু, আয়ুশ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলী হাসান, শহিদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান ও এহসান খান।
আগামী ৯ সেপ্টেম্বর আমিরাতের দুই শহর দুবাই ও আবুধাবির মাঠে গড়াবে এশিয়া কাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আসরটি বসবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২৮ সেপ্টেম্বর ফয়সালা হবে শিরোপার।
মতামত প্রকাশ করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.