• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেইজিংয়ের কুচকাওয়াজে যোগ দেবেন পুতিন ও কিম জং উন

admin
প্রকাশিত ২৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:৪১:১৮
বেইজিংয়ের কুচকাওয়াজে যোগ দেবেন পুতিন ও কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক //


বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এসময় তারা প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রকাশ্যে একত্রে হাজির হবেন। যা পশ্চিমা চাপের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর ইঙ্গিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ কুচকাওয়াজে ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। তবে পশ্চিমা দেশগুলোর কোনো নেতা আমন্ত্রণ পাননি। কেবলমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ডাকা হয়েছে। যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। কুচকাওয়াজে চীন তাদের শত শত বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ সর্বশেষ সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী।

চীনে তিন নেতার দেখা হওয়ার বিষয়টি উদ্বেগের হতে পারে পশ্চিমা দেশগুলোর।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আয়োজনে শুধু চীন ও গ্লোবাল সাউথের মধ্যকার সংহতির বার্তাই দেবেন না। বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেও দৃঢ় সংহতির প্রকাশ ঘটাবেন।

রাশিয়াকে বেইজিং একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের অর্থনীতি নিম্নগতিতে আছে। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই অবস্থা উত্তর কোরিয়ারও। কিম জং উন চীনের আনুষ্ঠানিক চুক্তিভিত্তিক মিত্র। ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এর পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে সবশেষবার এ বছরের মে মাসে দেখা করেছিলেন পুতিন। রাশিয়ার বিজয় দিবসে আমন্ত্রণ পেয়ে মস্কোতে কয়েকদিনের সফর করেছিলেন জিন পিং। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে পুতিন যাচ্ছেন চীনে। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট পিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন বলেছেন, চারদিনের সফরে চীনে যাচ্ছেন পুতিন। সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’ তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সফরে পুতিন সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নেবেন। আগস্টের ৩১ থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামিট। চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিও বিন সম্প্রতি বলেছেন, এই সামিটে দেশের অঞ্চলগুলোর প্রধান, ২০টি দেশের প্রধান এবং ১০জন আন্তর্জাতিক অর্গানাইজেশনের প্রধান উপস্থিত থাকবে। তবে সেখানে পুতিন থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আরটি জানিয়েছে, হাই রিভারের তীরে চীনের প্রেসিডেন্ট একই সময়ে কয়েকটি বৈঠক রেখেছেন। এসময়ে জিন পিং বৈশ্বিক নেতা ও তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে চীন সফর করেছিলেন।

মতামত প্রকাশ করুন।