শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মুহিবুর রহমান আখলিছ নামের এক প্রবাসীকে কুপিয়ে আহত করেছে সিন্দুরখাঁন ইউনিয়ন যুবলীগের সদস্য কাজী ফরিদ উদ্দিন।
এ ঘটনায় যুবলীগ সদস্য কাজী ফরিদ উদ্দিনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে প্রবাসী মুহিবুর রহমান আখলিছ তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় কাজী ফরিদ উদ্দিন তাকে দা দিয়ে কুপিয়ে মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। পরে আখলিছকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ যুবলীগ সদস্য কাজী ফরিদ উদ্দিনকে আটক করে।
জানা যায়, সৌদী আরব প্রবাসী মুহিবুর রহমান আখলিছ তার ক্রয়কৃত জমিতে বাড়ী ও বাওয়ান্ডারী দেওয়াল নির্মাণের উদ্যোগ নিলে ফরিদ উদ্দীন বাড়ি নির্মাণে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াতে ফরিদ উদ্দিন আখলিছকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির করে আসছিল বলেও জানা যায়।
স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের যুবলীগ সদস্য ফরিদ উদ্দিন কিছুদিন আত্মগোপনে থাকার পর এখন আবার এলাকায় বেপরোয়া হয়ে উঠে।
এসব বিষয় নিয়ে ২৭ আগস্ট বুধবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রবাসী আখলিছ মিয়ার। এ খবর পেয়ে আখলিছের ওপর ক্ষিপ্ত হয়ে এমন হামলা চালায় ফরিদ উদ্দিন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপর আমরা ফরিদ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মতামত প্রকাশ করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.