মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারে সরকারি কলেজে বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানের ৬ দফা দাবি বাস্তবায়নে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয় হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে স্মারকলিপি প্রদান শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান সংগঠক রাজিব সূত্রধর বলেন, মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ এবং আমাদের কলেজ মৌলভীবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। কলেজে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে নানাবিধ সংকটে জর্জরিত এই প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে কলেজে বিদ্যমান সংকট নিরসন, শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার আছি।
পরিবহন-আবাসন সংকট নিরসন করা, কলেজের মেডিকেল সেন্টার স্থাপন, লাইব্রেরি-সেমিনারের আধুনিকায়ন করা ও পর্যন্ত নতুন বই সংযোগ করা সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে বিদ্যমান সংকট নিরসন এবং শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মানের লক্ষ্যে আমরা আজকে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করলাম। আমরা আমাদের দীর্ঘদিনের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিকেও গুরুত্বপূর্ণ দাবি হিসেবে স্মারকলিপিতে তুলে ধরেছি। অধ্যক্ষ স্যার অতি দ্রুততম সময়ের মধ্যে পরিবহন সংকট নিরসনে বাস ক্রয়ের আশ্বাস দেন এবং ধাপে ধাপে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন সহ অন্যান্য দাবিসমূহ বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।
মতামত প্রকাশ করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.