
বিশেষ প্রতিনিধি //
সাভারের আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের পোশাক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশসহ ২২টি দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি কারখানায় পৌঁছালে আনন্দঘন পরিবেশে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের স্বাগত জানায় পোশাক কারখানার নারী শ্রমিকরা।
সকাল ১০টার দিকে শুরু হয় প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়। এ সময় হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মঈন এ গ্রুপের পোশাক কারখানাগুলোর ব্যবস্থাপনা, উৎপাদন প্রক্রিয়া, দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রুপের অবদান, কারখানার বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনাসহ বিশ্বের বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি ও যোগাযোগ রক্ষা করা এবং হা-মীম গ্রুপের পোশাক কারখানাগুলোর সার্বিক চিত্র তুলে ধরেন।
এরপর হা-মীম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন। পরে প্রতিনিধি দলটি পোশাক কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোফাখেরুল ইসলাম, কর্নেল অবসরপ্রাপ্ত আখতার হোসেন, কর্নেল অবসরপ্রাপ্ত কবির, গ্রুপ কমপ্লায়েন্স হেড মাসুদ, রাফি আহম্মেদ ও লোকমান হোসেনসহ কারখানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতামত প্রকাশ করুন।