U.S. President Donald Trump sits the Oval Office to sign an executive order on AI and pediatric cancer research, at the White House, Washington, D.C., U.S., September 30, 2025. REUTERS/Nathan Howard

আন্তর্জাতিক ডেস্ক //
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মধ্যপ্রাচ্যে ‘৩,০০০ বছরের পুরনো’ সংঘাতের অবসান ঘটাতে পারব। ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব। খবর মিডল ইস্ট আইয়ের।
বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় ৩,০০০ বছর পর সমাধান হতে পারে। আমরা শুধু গাজা নয়, গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি। এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন।’
তবে ইতিহাস বলছে, ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৮ সালে, ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্ত হওয়ার পর। সুতরাং ট্রাম্প যে সংঘাতকে ৩,০০০ বছরের পুরনো দাবি করেছেন, তার ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।
মতামত জানান।