• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

আইসিসিকে প্রমাণ করতে হবে তারা ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়: নাজাম শেঠি

admin
প্রকাশিত ২৪ জানুয়ারি, শনিবার, ২০২৬ ২০:০৪:৫৬
আইসিসিকে প্রমাণ করতে হবে তারা ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়: নাজাম শেঠি

ক্রীড়া ডেস্ক //

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বৈরথ এখন তুঙ্গে। নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। বিসিবির এমন সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। একই সঙ্গে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেছেন, সংস্থাটিকে প্রমাণ করতে হবে তারা ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একেবারে সঠিক ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তাদের এই সিদ্ধান্তের পেছনে যথার্থ কারণ ছিল। কারণ সেখানে (ভারতে) উত্তেজনা ও হুমকির বিষয় জড়িত। কিন্তু আইসিসি বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি তাদের পক্ষপাত ছিল এবং সিদ্ধান্তটাও এসেছে ভারতের পছন্দ অনুযায়ী।’

আইসিসির ভূমিকার কড়া সমালোচনা করে পিসিবির সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা উচিত আইসিসির। অন্য দেশগুলোকেও এখন রুখে দাঁড়াতে হবে। একবার সেটা হলে আইসিসি বুঝতে পারবে, এটা শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

গত বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে নাজাম শেঠি বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করা পিসিবির জন্য কঠিন সিদ্ধান্ত হবে। তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসীন নাকভি ক্রিকেটটা ভালো বোঝেন। তিনি যদি বাংলাদেশের দেখানো পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেন, তবে আমি তার পাশে থাকব। তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।