• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গল থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক

admin
প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ ২২:৩৫:১৫
শ্রীমঙ্গল থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ সড়কস্থ সুরমাভ্যালী এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ৩ মাদক কারবারিকে আটক করেন।

আটককৃতরা হলেন, বলরাম রবিদাস (২৪), আল ফিকাহ (৪২) ও তাপস তৈলি (১৯)। এসময় আটককৃতদের হেফাজত থেকে ৫টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এছাড়াও মাদক বহনের দায়ে একটি রেজিস্টেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত তিনজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা চুনারুঘাটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।