• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাহুবলে দু’গ্রুপের সংঘর্ষ : নিহত ১, আহত ৫০

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৭:৪৩:২২
বাহুবলে দু’গ্রুপের সংঘর্ষ : নিহত ১, আহত ৫০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জমি নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বাবনাকান্দি গ্রামে সকাল আনূমানিক সাড়ে ৯টার দিকে।

নিহত ব্যাক্তি হলেন- ওই গ্রামের ইছাক উল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া (৩২)।

স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের আরজু ও মোশাহিদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার সকালে তাদের উভয়ের মধ্যে জমি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এসময় ওয়াহিদ মিয়া নামের এক ব্যাক্তি মারা যান। এছাড়া আহতরা বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবা নিচ্ছেন। পরে ঘটনার সংবাদ পেয়ে বাহুবল থানা পুলিশ সরেজমিনে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে ফিরিয়ে আনে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে মর্নিংসান’কে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।