• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে আ.লীগ নেতার শেল্টারে ভারতে পালাতে গিয়ে আটক ৪

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৮:২২:৩৪
কানাইঘাটে আ.লীগ নেতার শেল্টারে ভারতে পালাতে গিয়ে আটক ৪

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতার শেল্টারে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র হাতে আটক হয়েছেন চারজন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আনূমানিক ১১টার দিকে দোনা বিজিবি ক্যাম্পের একটি টহল দল মিকিরপাড়া সীমান্ত এলাকার ১৩৩২নং- পীলারের কাছ থেকে তাদের আটক করে।

আটকৃতরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই গ্রামের শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান ও তার ভাই বজলার শেখ ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির।

এদিকে তাদেরকে ভারতে যাওয়ার জন্য সহযোগীতা করেছিলেন উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এই তথ্য প্রদান করেছেন। তারা আরও জানিয়েছে, মিকিরপাড়া গ্রামের শাহিন নামের এক ব্যাক্তি তাদের কাছ থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তিনি হলেন- ওই নেতার আপন ভাই। আগেরদিন সোমবার ওই ব্যাক্তির বাড়িতে তারা চারজন রাত্রিযাপন করেন। আজ মঙ্গলবার সকালে ভারতে অনুপ্রবেশ করতে গেলে তাদের হাতেনাতে আটক করে বিজিবি। পরে তাদেরকে কানাইঘাট থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতী চলছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।