• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুর সীমান্ত থেকে ৩২টি মহিষ আটক

admin
প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৫:৩৮:২৫
জৈন্তাপুর সীমান্ত থেকে ৩২টি মহিষ আটক

জৈন্তাপুর ও সিলেট প্রতিনিধি //


সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য আনূমানিক প্রায় অর্ধকোটি টাকার বেশি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপি সংলগ্ন বিরাইমারা হাওর এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিনাটিলা বিওপি সংলগ্ন বিরাইমারা হাওর এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি টহল দল। এসময় অবৈধ পন্থায় একদল চোরাকারবারি ওই সীমান্ত এলাকা দিয়ে মহিষগুলো বাংলাদেশে প্রবেশ করালে হাতেনাতে আটক করা হয়।