• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিংয়ে সবধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি

admin
প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ০৩:৫১:৫১
শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিংয়ে সবধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় রেলওয়ে পার্কিংয়ে সবধরণের ৪ দিনের জন্য সভা ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আহলে সুন্নাত উলামা পরিষদ শনিবার ২৮ সেপ্টেম্বর থেকে সিরাতুন্নবী (সাঃ) মাহফিলের প্রস্তুতি নেয়। একইস্থানে ওই তারিখে দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ যৌথ আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুস, বিভিন্ন মাজার ও মসজিদ হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঘোষণা দেয়। বিষয়টি সুরাহা করার জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর )উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা রাজনৈতিক নেতাদের উপস্থিতি বৈঠক করেন। উভয়পক্ষ অনুষ্ঠান করার ব্যাপারে অনড়ভাবে থাকায় গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রবিবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়।

এর মধ্যে ১৪৪ ধারা জারি দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রেলওয়ে পার্কিং এলাকায় দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ স্ব স্ব আয়োজনে কিছু সংখ্যক লোকজন ব্যানার নিয়ে মানববন্ধন উপস্থিত হলে পুলিশ প্রশাসন এসে ভেঙে দেয়।