স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিনির চালান সহ চার চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে বটেশ্বর এলাকা থেকে চিনি সহ তাদের আটক করা হয়।
এর মধ্যে অভিযানকালে খাদিমপাড়া ইউনিয়নের কানুগুল গ্রামের রুফিয়ান আহমদ সবুজ ওরফে সাদ্দাম নামের এক ছাত্রদল নেতার ভাইকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন- ছাত্রদল নেতা রুফিয়ানের ভাই সুফিয়ান আহমেদ, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন এলাকার অঞ্জন রায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কলিম উদ্দিন ও জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে মো. আলাউদ্দিন।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য।
জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এসময় ছাত্রদল নেতা রুফিয়ানের ভাই সুফিয়ান, অঞ্জন রায় ও কলিম উদ্দিনকে আটক করা হয়।
এর আগে শুক্রবার ভোররাতে একই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা চোরাই চিনি জব্দ করে শাহপরাণ তদন্ত কেন্দ্র ফাঁড়ি পুলিশ। এসময় আলাউদ্দিনকে আটক করা হয়। তবে এ চালানের সঙ্গে থাকা ছাত্রদল নেতা সুফিয়ান ও ট্রাকচালক কামরুল ইসলাম পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।