• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বজ্রপাতে চারজন নিহত

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৭:৩০:১৫
সুনামগঞ্জে বজ্রপাতে চারজন নিহত

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সুনামগঞ্জ থেকে //


সুনামগঞ্জ জেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে চারজন মারা গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে হাওর এলাকায় এই ঘটনা ঘটে। তারা সকলেই জেলে সম্প্রদায়ের লোক ছিলেন।

জানা গেছে, অন্যান্য দিনের মতো রোববার সকালে হাওর এলাকায় তারা মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এরমধ্যে ছাতক উপজেলায় একজন, দোয়ারাবাজারে দুইজন ও জামালগঞ্জে একজন মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন- ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে সুন্দর আলী (৪৮)। তিনি সকাল সাড়ে ৮টার দিকে বোয়া বিল হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে নিহত হন। দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে সকাল আনূমানিক ৭টার দিকে মাছ ধরতে গিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিনহালি বাড়ির চাঁন মিয়ার ছোট ছেলে জলাল মিয়া (৩০) ও একই গ্রামের নোয়া গাঁইয়া বাড়ির নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন। এদিকে জামালগঞ্জ উপজেলায় শরীফ মিয়া (৩০) নামের আরেক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে। রোববার সকালে ওই এলাকার কালাগুজা নয়া হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন।