• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

admin
প্রকাশিত ০১ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১৪:১৪:৪৩
পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

প্রতীকী ছবি।
ঢাকা //


বাংলাদেশ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

নতুন আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. কামরুল ইসলাম, মো. হাসানুজ্জামান মোল্যা, মো. রহমত উল্লাহ চৌধুরী, মো. সাকিবুল ইসলাম খান, মো. শফিকুর রহমান, মো. শরিফুল আলম, মো. মনিরুজ্জামান, রাজীব দাস, মোহাম্মদ নূরুল আমীন, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, এবং মো. তরিকুর রহমান। তাদের সবাইকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. কামরুল ইসলামকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিএমপি, ঢাকা) থেকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। একইভাবে, মো. হাসানুজ্জামান মোল্যাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিএমপি, ঢাকা), মো. রহমত উল্লাহ চৌধুরীকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিএমপি, ঢাকা), এবং মো. সাকিবুল ইসলাম খানকেও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিএমপি, ঢাকা) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এছাড়া মো. শফিকুর রহমান, মো. শরিফুল আলম, মো. মনিরুজ্জামান, রাজীব দাস, মোহাম্মদ নূরুল আমীন, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল এবং মো. তরিকুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদ থেকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।