• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ডিসি নিয়োগ নিয়ে ঘুষ লেনদেন বিষয়ে যা বললেন সচিব মোখলেস

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৫:২৩:৩৯
ডিসি নিয়োগ নিয়ে ঘুষ লেনদেন বিষয়ে যা বললেন সচিব মোখলেস

ঢাকা //


ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়ে যে অভিযোগ উঠেছে তা মূল্যহীন বলে মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, ‘ইটস এ ফেক নিউজ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।

প্রতিবেদনে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, তা আইফোনের কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলেও দাবি করেন সিনিয়র সচিব। তিনি বলেন, ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।

তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন, আমার আগের যে নাম্বার সেটাই ব্যবহার করি।

নিউজের সত্যতা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এই সচিব বলেন, ‘আপনারা যদি স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এসব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন, জানেন আমি কেমন। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা।

জ্যেষ্ঠ সচিব বলেন, ‘যারা এই সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তার পেছনে দৌড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করব। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে।