মর্নিং সান অনলাইন ডেস্ক //
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা ‘সম্মিলিত গণহত্যা’।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দোহায় এশিয়া সহযোগিতা সংলাপে এক সংবাদ সম্মেলনে কাতারের নেতা বলেন, এটা একেবারে স্পষ্ট যে এই অঞ্চলে যা ঘটছে তা সম্মিলিত গণহত্যা। গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অনুপযোগী এলাকায় পরিণত করার পাশাপাশি বাস্তুচ্যুতির প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তির চাবিকাঠি হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান। যেখানে পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
এ সময় লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়েও কথা বলেন কাতারের আমির। তিনি বলেন, আমরা লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি প্রচেষ্টার আহ্বান জানাই।
গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের দিকে বিশ্বের বহু দেশ আঙ্গুল তুললেও তা মানতে নারাজ তেল আবিব।
খবর আলজাজিরার।