• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শংখশুভ্র রায় আটক

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৬:২৫:১৮
ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শংখশুভ্র রায় আটক

শংখশুভ্র রায়, ছবি-সংগৃহীত।
জুয়েল চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি //


হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় এজাহারভূক্ত ২৮নং- আসামী শংখশুভ্র রায়কে আটক করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ফিলিং স্টেশনের সামন থেকে তাকে আটক করে।

শংখশুভ্র রায় আটকের খবর শহরে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠে। অনেককেই মন্তব্য করতে দেখা গেছে, তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এছাড়াও ৫ আগস্ট সাবেক এমপি আবু জাহিরের বাসায় সংঘর্ষের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলেও জানা গেছে।

তিনি হবিগঞ্জ জেলা মটর মালিক সমিতির সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগর শ্রম বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ও শহরের কালিবাড়ী ক্রসরোড এলাকার বাসিন্দা।

গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষে গুলিতে নিহত হয় রিপন শীল। এ ঘটনায় রতন শীলের স্ত্রী রিপন শীলের মা রুবি রাণী শীল বাদী হয়ে এমপি আবু জাহিরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে ওই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, তাকে শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পে রাখা হয়েছে। তিনি নতুন ব্রীজে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েয়েছ।
স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে শংখশুভ্র রায় একাধিক বার মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদটি আকড়ে রেখেছিলেন। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে।
আরো জানা গেছে- হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ী কমিটির উল্লেখ্যযোগ্য সদস্য হিসেবে মেঘনা অফসেট নামের একটি দোকান তার দখলে রয়েছে। তার কারণেই দীর্ঘদিন ধরে কালীবাড়ীর ভাড়াকৃত দোকানপাঠ গুলোর ভাড়া বৃদ্ধি করা যাচ্ছে। ওই কমিটিতে তিনি আধিপত্য বিস্তার করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির দ্যা ডেইলি মর্নিং সান’কে জানান, শংখশুভ্র রায়কে রাত ৯টার দিকে র‌্যাব-৯ থানায় সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।