• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বালু ভর্তী ট্রাক থেকে মাধবপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

admin
প্রকাশিত ০৪ অক্টোবর, শুক্রবার, ২০২৪ ১৬:৩৯:৩৮
বালু ভর্তী ট্রাক থেকে মাধবপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ থেকে //


দুর্গাপূজাকে সামনে রেখে চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত দিয়ে মাদক শাড়ী ও বিভিন্ন কসমেটিকস দেশে প্রবেশ করছে। অভিযোগ রয়েছে- আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করে তারা এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ২ অক্টোবর দুপুরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্তরে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বালুবোঝাই একটি ট্রাক আটক করে। ট্রাকের বালু খুঁড়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় উন্নতমানের ১৯০ পিছ শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার উন্নতমানের থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্লোপ জি ক্রিম উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা হবে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) অজ্ঞাত মামলা দেয়।