নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //
নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নেত্রকোনা জেলার বাসিন্দা মোখলেছ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যান চালক। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি বালি বোঝাই ট্রাক উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী মোখলেছ মিয়া (৩৫) নিহত হন এবং ভ্যান চালক গুরুতর আহত হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত পিকআপ ভ্যান চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা দ্যা ডেইলি মর্নিং সান’কে নিশ্চিত করেছেন।