• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে পূজা উপলক্ষে সনাতনী থর্মলম্বীদের সাথে হাজী মুজিবের মতবিময়

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪ ১৮:৩০:০৩
শ্রীমঙ্গলে পূজা উপলক্ষে সনাতনী থর্মলম্বীদের সাথে হাজী মুজিবের মতবিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারদীয় দুর্জাপূজা উপলক্ষে সনাতনী ধর্মালম্বী ও শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (৪ অক্টোবর) শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সনাতনীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিগ্নে দুর্গাপূজা করুন, বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। তিনি বলেন, আপনারা মনোবল হারাবেন না। প্রতিটি পুজামন্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারায় থাকবে।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা, ইউনিয়ন ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সনাতনী ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুসহ দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।