• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে মাদকসহ গ্রেপ্তার ২

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১০:৪৬:৩৩
মৌলভীবাজারে মাদকসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখার এ এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার ইসলামপুর থেকে ইয়াবাসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) ও মো. কাশেম মিয়া (২৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃতদের বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকাসা তল্লাশী করে তাদের হেফাজত থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা জেলার জুড়ী উপজেলার ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।