• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসলো চীন নৌবাহিনীর দুটি জাহাজ

admin
প্রকাশিত ১৩ অক্টোবর, রবিবার, ২০২৪ ০১:০৫:৫৩
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসলো চীন নৌবাহিনীর দুটি জাহাজ

মর্নিংসান অনলাইন //


চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীন নৌবাহিনীর দুটি জাহাজ- ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। ‘চি জি গুয়াং’ গতকাল শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানায়।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলে­খ্য, অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ সফরকালে চট্টগ্রাম বহির্নোঙ্গরে অবস্থান করবে। এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়।

চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ঝাই বাউরান ও রিয়ার অ্যাডমিরাল সান ঝংগির নেতৃত্বে ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে। বাংলাদেশে অবস্থানকালে চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে। আইএসপিআর