• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ১৬:০২:৪৩
সিলেটের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রির্পোটার //


সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন ৪৮ অভিযান পরিচালনা করে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আজও বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১০৮ টি ভারতীয় শাড়ী, ২ হাজার ৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ১ হাজার ৪১৫টি প্রেকটিন সিরাপ, ১ হাজার ৫০০ কেজি চিনি, ১ হাজার ৬৮০ প্যাকেট বিড়ি, ৭ হাজার ৪৪০পিস সুপারি, ৭৫০ টি সাবান, ৫৯০ কেজি বাংলাদেশী রসুন, ২টি অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাল। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ ১৫ হাজার ২৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।