• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

শশুর-জামাতাকে কোপানোর ঘটনায় আহত ৫

admin
প্রকাশিত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০১:৪৬:৫৫
শশুর-জামাতাকে কোপানোর ঘটনায় আহত ৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব লামাতাশি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শশুর ও জামাতাকে কোপানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মৃত আব্দুল বারিকের পুত্র নুরুল ইসলাম (৫৫) ও বিল্লাল মিয়া (৩০) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধনাই মিয়ার সাথে নুরুল ইসলামের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় নুরুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে ধনাই মিয়ার বাড়ির সামনে পৌঁছলে ধনাই মিয়া, মোস্তাক মিয়া, জামাল মিয়া হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।