লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি //
লাখাইয়ে আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামের এক বিয়ে পাগল স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে একদল পুলিশ মানপুর জিরুন্ডা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র।
জানা যায়, একই গ্রামের মাসুক মিয়ার কন্যা সাফিয়া আক্তার স্মৃতি (২৫)’কে বিয়ে করে মামুন। তাদের একটি পুত্র ও একটি কন্যা রয়েছে। এ সংসার রেখে স্মৃতির অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করে। ঘটনায় স্মৃতি বাদী হয়ে ২০২২ সালের ১ আগষ্ট আদালতে একটি মামলা করে। এর প্রেক্ষিতে গত বছরের ২৮ মে আদালত তাকে জরিমানা করেন। জরিমানা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে চলে যায়। গতকাল শুক্রবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।