• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে মাদকসহ আটক ২

admin
প্রকাশিত ২০ অক্টোবর, রবিবার, ২০২৪ ০৫:৩৭:০০
মৌলভীবাজারে মাদকসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজার সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই শামসুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার নাজিরাবাদ গ্রামের আকিল উদ্দিনের বাড়ি থেকে ৩২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান দ্য ডেইলি মর্নিং সান’কে জানান, আটককৃত নজরুল ইসলাম এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু নাইয়ূম এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি কয়ছর আহমদ (২৮)’কে আটক করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।