শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ তিন জন আটক হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো, আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই জাকির হোসেন, এসআই শ্যামল কুমার নন্দীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর-১০৭/১৭ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ভাগলপুর গ্রামের মাখন পালের ছেলে সুমন পাল, ও জিআর-১৮১/১৮ (সদর) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি উপজেলার মাজদিহি গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অপু মিয়া ও জিআর ২০০/২১ (কমল) এর ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার মতিগঞ্জ জিলাদপুর গ্রামের আম্বও উদ্দিন এর ছেলে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।