• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ১ নারী আসামিসহ আটক

admin
প্রকাশিত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ১৭:৫০:৫৯
শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ১ নারী আসামিসহ আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্টভুক্ত এক নারীসহ ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, অভিযানে জিআর-৬৮/২১ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি শহরের পৌর এলাকার শাপলাবাগ এলাকা থেকে আব্দুল মালেক ওরফে আব্দুল খালেকের ছেলে শুক্কুর মিয়া ও জীবন মিয়া, একই এলাকার সিআর-১৫২/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মালেক এর মেয়ে পাখি বেগম ও জিআর ২৫৪/২১ (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামি খেজুড়ীছড়া চা বাগান এলাকার স্বদেশ দাস এর ছেলে যতন দাসকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।