• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূত নিকোলাসের সাক্ষাৎ

admin
প্রকাশিত ২৮ অক্টোবর, সোমবার, ২০২৪ ১৯:২০:৪০
শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূত নিকোলাসের সাক্ষাৎ

দ্য ডেইলি মর্নিং সান অনলাইন //


শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ অক্টোবর) তারা এ সাক্ষাৎ করেন।

এসময় সুইডেনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিল্প উপদেষ্টার সহায়তা কামনা করেন। তিনি আরো জানান, সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফকে সম্পৃক্ত করা যায়।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন। এসময় শিল্প উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।