• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বুধবার, ২০২৪ ০১:৪৪:২৩
সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //


হবিগঞ্জ জেলার মাধবপুরের ধর্মঘর ও সন্তোষপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে পৃথক অভিযানে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আটকের পরে তাদের থানায় সোপর্দ করেছে বিজিবি। এর আগে ভোর রাতে বিজিবি টহলদল তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০), স্বপন সরকার (৪৫), একই জেলার বিজয়নগর থানার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯), মাধবপুর থানার দেবনগর গ্রামের আলী (৬০), চট্রগ্রাম জেলার সন্দীপ থানার সারিকাইত গ্রামের বেচন দাস (২৬), একই গ্রামের মনপুরী দাস (২০) ও মঙ্গলদাস (১৯)।

ধর্মঘর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আ. রউফ জানান, আটককৃতরা দালালের সহযোগীতায় সীমান্ত পথে চিকিৎসা ও কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।