• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে নবীগঞ্জের দুই সহোদরের মৃত্যু

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বুধবার, ২০২৪ ০১:৫৫:৫৬
গ্যাসে অগ্নিদগ্ধ হয়ে নবীগঞ্জের দুই সহোদরের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি //


গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় আইসিইউতে থাকা অবস্থায় নবীগঞ্জের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে থাকা অবস্থায় তারা মারা যান। ময়নাতদন্ত শেষে তাদের লাশ নবীগঞ্জ উপজেলার সূজাপুর তাদের নিজ বাড়িতে আনা হবে বলে জানা গেছে।

মৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার ৯ নম্বর বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহেল (২০) ও তার ছোট ভাই ইসমাইল (১১)।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের দোহরগাঁও এলাকায় একটি বাড়িতে আগুন লেগে বাবুল মিয়ার পরিবারের ছয়জন দগ্ধ হন। বাকি দগ্ধরা হলেন- বাবুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শেলি (৩৫) এবং মুন্নি (১৮) ও তাসলিমা (৯)। ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, রাতে নিজ রুমে মশার কয়েল ধরানোর সময় লিকেজ থেকে রুমের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা সবাই দগ্ধ হন।