• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে লাউ চাষ করে লাভবান কৃষক আবু তাহের

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বুধবার, ২০২৪ ০২:১৪:৫৭
শ্রীমঙ্গলে লাউ চাষ করে লাভবান কৃষক আবু তাহের

এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামে লাউ চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষক আবুতাহের। আবুতাহের তার ১৫ শতাংশ জমিতে ২৫ হাজার টাকা খরচ করে লাউয়ের চাষ করেন। সেই জমি থেকে তিনি এখন পর্যন্ত একলক্ষ টাকার লাউ বিক্রি করেছেন। বর্তমানে বাজারে দাম কিছুটা কমে আসলেও যে পরিমান লাউ আছে তা থেকে আরো ১০/১৫ হাজার টাকার লাউ বিক্রির প্রত্যাশা করছেন আবুতাহের।

আবুতাহের মিয়া জানান, এ বছর লাউয়ের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়ায় তিনি লাভবান হয়েছেন। পাইকারি বাজারে প্রতি পিস লাউ ৫০/৬০ টাকা করে বিক্রি করে এখন পর্যন্ত তিনি একলক্ষ টাকার উপরে বিক্রি করেছেন। এতে তার আসল বাদে ৭৫ হাজার টাকা লাভ হয়েছে। তিনি আশা করছেন এখনও যে পরিমান লাউ আছে তা থেকে আরো ১০/১৫ হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন।
কৃষক আবুতাহের আরও বলেন, জমির পরিমাণ কম এবং সল্প পুঁজি থাকাতে তিনি বড় পরিসরে সবজি চাষ করতে পারছেন না। তবে কৃষি বিভাগ থেকে সরকারি ভাবে যদি সহায়তা পান তিনি উপকৃত হবেন এবং আগামীতে আরো বড় পরিষরে লাউসহ শীতকালীন সবজি চাষ করবেন।