• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

মহাসড়কের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩০

admin
প্রকাশিত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ২৩:৩৯:২৭
মহাসড়কের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩০

জুয়েল চৌধুরী, জেলা প্রতিনিধি হবিগঞ্জ //


ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৭টায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন, ট্রাক চালক সিলেটের বাসিন্দা আব্দুল আজিজ ও বাস চালক রাজু মিয়া। আহতরা হল, আব্দুল জলিল (৭০), রুনা আক্তার (৫০), শামীম আহমেদ (৩০) সহ অনেকে।

আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় সিলেটগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শাহি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। তখন বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে উল্লেখিত সংখ্যক লোকের হতাহতের ঘটনা ঘটে।
এদিকে আব্দুল আজিজকে ঢাকা নিয়ে যাবার পথে রাস্তায় এবং রাজু মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান। এছাড়াও দূর্ঘটনাকবলিত যানবাহনের মালামাল লুট করে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে।