হবিগঞ্জ (বাহুবল) প্রতিনিধি //
হবিগঞ্জ জেলার বাহুবলের মরিপুর বাজারে একটি বাসা থকেে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করছেে যৌথবাহিনী। এসময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চার পাচারকারীকে।
গতকাল শুক্রবার (১ নভম্বের) দিবাগত রাত ২টা থেকে সকাল র্পযন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলশি ও উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মরিপুর বাজারে ব্যবসায়ি রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার বাসার নিচতলা ও দুতলা থকেে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা জব্দ করে। এছাড়াও অপর একটি স্থান থেকে ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুদ করে বাজারে বিক্রয় করতো। এজন্য তারা প্রথমে চিনি বস্তাগুলো দেশীয় কোম্পানী ফ্রেশ লোগো সম্বলতি বস্তায় ভরে সিট সিলগালা করে দিত। পরে ফ্রেশ কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করতো। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গুনার মেশিন জব্দ করা হয়।