• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের বিমানবন্দর বাইপাশ পয়েন্ট এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ০২ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৭:১৮:৫০
সিলেটের বিমানবন্দর বাইপাশ পয়েন্ট এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট //


সিলেটের বিমানবন্দর বাইপাশ পয়েন্ট এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আমীর আলী (৬০) সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে বাইপাস পয়েন্ট এলাকার পাশের একটি ব্রিজের নীচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।তিনি মালনীছড়া চা বাগানের একজন কর্মচারী ছিলেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ।