• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপত্তিকর অবস্থায় স্ত্রী, প্রেমিককে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত ০৪ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৮:৩২:৪১
আপত্তিকর অবস্থায় স্ত্রী, প্রেমিককে কুপিয়ে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি //


গাজীপুরের শ্রীপুরে স্ত্রী তাসলিমার (২৮) সাথে আপত্তিকর অবস্থায় দেখে পরকিয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্বামী আজিজ। এসময় তার স্ত্রীকেও কুপিয়ে মারাত্মক আহত করে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১২ টায় শ্রীপুর পৌরসভার বকুলতলা (চন্নাপাড়া) এলাকায় আজিজের বাড়ীতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশরাফুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের ওয়াহাবের ছেলে। সে স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানার পার্টনার হিসেবে ওই কারখানায় চাকরি করতো। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আহত আজিজের স্ত্রী তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজ- তাসলিমা দম্পতির ৬ ও ৪ বছরের দুইটি সন্তান রয়েছে।

অভিযুক্ত আজিজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালি পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে প্রায় এক যুগ আগে চন্নাপাড়া এলাকায় জায়গা কিনে বসব বাড়ী নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আছে। পেশায় সে রাজমিস্ত্রীর ঠিকাদার। ঘটনার পর থেকে আজিজুল পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, আজিজের স্ত্রী তাসলিমা বাড়ীর পাশেই এস এস ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করতো। ওই কারখানায় চাকরি করার সুবাদে মালিক পক্ষের আশরাফুল বিশ্বাসের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং আশরাফুল বিভিন্ন অজুহাতে তাসলিমার বাসায় আসা যাওয়া করতো। তাদের প্রেমের সম্পর্ক রয়েছে স্বামীর সন্দেহ হলে স্বামী আজিজ তাসলিমাকে একাধিকবার নিষেধ করে। পরে ওই কর্মকর্তার সাথে প্রেমের সম্পর্ক নাই বলে স্বামীর কাছে অস্বীকার করে। সোমবার সকাল ৯ টার দিকে আজিজ কাজে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ বাসায় ফিরে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। পরে তার স্ত্রীর সাথে পরকিয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে আপত্তিকর অবস্থায় দেখে। এসময় খাটের নিচ থেকে ধারালো দা নিয়ে প্রেমিক আশরাফুল বিশ্বাসকে এলোপাতাড়ি কুপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ত্রীর ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পরকিয়ার সম্পর্কের জেরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে স্বামী পরকিয়া প্রেমিক ও তার স্ত্রীকে এলাপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এতে ঘটনাস্থলেই প্রেমিক আশরাফুল নিহত হয়। আহত তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।