জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল (গৌরিশংকর) এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে জমির আহমদ (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, চোরাকারবারীরা ওই এলাকা দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন ধরণের অবৈধ ভারতীয় পণ্য আনা-নেওয়া করতো। বুধবার বিকেলে জমির আহমদ গরু-মহিষ আনতে অনুপ্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানের কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন।চিকিৎসক প্রতিবেদক’কে জানান নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে দীর্ঘদিন হতে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ হতে ১২৯৭ নং-পিলার এলাকা হয়ে উঠেছে চোরাকারবারীদের নিরাপদ রোড। রাজবাড়ি বিজিবি ক্যাম্পের কতিপয় অসাধু সদস্যদের যোগসাজশে এসব চোরাইসদস্যরা নিষিদ্ধকৃত অবৈধ পণ্যসামগ্রী নির্ভয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঠিয়ে আসছিলো। সূত্রটি আরো জানায় ভারতীয় খাসিয়াদের পান-সুপারী জুম বিনষ্ট করে এসকল পণ্য নিয়ে আসায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সেই জুমের ক্ষতি সাধন রক্ষায় বুধবার ওই যুবক অনুপ্রবেশ করলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে খাসিয়ারা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি বলেন, ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তত করা হচ্ছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। অপরদিকে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির কোন বক্তব্য পাওয়া যায়নি।