• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোন পরিবর্তন হবেনা: পররাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ০৮ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১২:৩১:৪১
ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোন পরিবর্তন হবেনা: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি- সংগৃহীত।
ঢাকা //


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক কোনো বিশেষ দলের ওপর ভিত্তি করে নয়।’

তিনি আরও বলেন, ‘অনুমান করব না। আমরা প্রথম দুই মাস পর্যবেক্ষণ করব। এরপর আমরা দেখব, ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়। এর ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনো দলের ওপর নির্ভর করে না। বাইডেন প্রশাসনের সঙ্গে দুই দেশের সম্পর্কের যেসব দিক নিয়ে আলোচনা হয়েছিল, ট্রাম্পের আগের প্রশাসনের সঙ্গেও সেগুলো আলোচনার বিষয় ছিল। দেখা যাক, প্রথমে আমরা যোগাযোগ করব এরপর দেখবো তারা কীভাবে আগায়।