• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ গণতন্ত্রকে গিলে খেয়েছিল: হাজি মুজিব

admin
প্রকাশিত ১০ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৯:৫১:২৩
আওয়ামী লীগ গণতন্ত্রকে গিলে খেয়েছিল: হাজি মুজিব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির কর্মীসভা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শ্রীমঙ্গল স্টার কমিউনিটি সেন্টারে এক কর্মী সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গিলে খেয়েছিল। আমাদের একটি মিছিল মিটিং পর্যন্ত করার সুযোগ দেয়নি।মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল।তারা ক্ষমতার জোড়ে আমাদের এই অধিকার হরণ করেছিল। তিনি বলেন, আমাদের কোন মিটিংএর খবর পেলে জনগণের ঢল নামতো। এই ভয়ে পুলিশ দিয়ে বাঁধা দিতো। তারপরও আমরা মিছিল মিটিং করতাম। আর যারা এই মিছিলে আসতো পরে তাদেরকে মামলা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেতো। এখন আমরা যে সভাগুলো করি এখানে মানুষের ঢল নামে এটাই তার প্রমান। তিনি বলেন, কমলগঞ্জে সমাবেশ করেছি প্যান্ডেলের বাহিরে আরো চার প্যান্ডেল লোক ছিল। এ সময় তিনি বলেন, শ্রীঘ্রই শ্রীমঙ্গলে বিশাল গণসমাবেশ আয়োজন করা হবে। শ্রীমঙ্গলের সামাবেশেও জন সমুদ্র বইবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির সাবেক সভাপতি মুচ্ছাব্বির আলী মুন্না, উপজেলা যুবদলের আহব্বায়ক মহি উদ্দিন ঝাড়ু, আব্দুল ‍মুহিত কদর, যুবদল নেতা টিটু আহমদ, হাফিজুর রহমান তুহিন ও স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল আহমদসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বের হয় বিশাল শোভাযাত্রা।